ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

লকডাউনে প্রাণীদের দখলে ফাঁকা নগরী

  ফিচার ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২০, ১৬:০৭

লকডাউনে প্রাণীদের দখলে ফাঁকা নগরী
ছবি: সংগৃহীত

নর্থ ওয়ালসের উপকূলবর্তী শহর ল্যানডুডনোর ফাঁকা রাস্তায় এখন পাহাড়ি ছাগলের পালের নিয়মিত আনাগোনা চলে৷ করোনার সংক্রমণ রুখতে গত ২৩ মার্চ থেকে যুক্তরাজ্য লকডাউন হয়ে আছে৷

এছাড়া জাপানে হরিণকে ‘ঈশ্বরের দূত’ এবং ‘সৌভাগ্যের প্রতীক’ ভাবা হয়৷ দেশটির প্রথম স্থায়ী রাজধানী নারার সেন্ট্রাল পার্কে এক হাজারের বেশি হরিণ রয়েছে৷ পর্যটকরা তাদের নানা রকম বিস্কুট খেতে দিত৷ এখন পর্যটক নেই বলে হয়তো বিস্কুটের খোঁজে সেগুলি দোকানে এসে হাজির হয়েছে৷

নগরীর দখলে বানর সেনা

থাইল্যান্ডের লুপবুরি শহরে রাস্তায় হাজার হাজার বানর অবাধে বিচরণ করে৷ পর্যটকরাই তাদের খাবারের যোগান দিত৷ পর্যটকরা না থাকায় সেগুলোকে এখন খাবার নিয়ে রাস্তায় মারামারি করতে দেখা যাচ্ছে৷

শহুরে জঙ্গল

চিলির সান্তিয়াগো শহরের উপকণ্ঠে এখন মাঝে মধ্যেই এ ধরনের বনবিড়ালের দেখা মিলছে৷ ‘মানুষ নেই, আওয়াজ নেই, তাই হয়তো সেগুলো একটু ঘুরতে বের হয়‘, বলেন স্থানীয় বাসিন্দারা৷

অচেনা শহর

বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সড়কে বেওয়ারিশ কুকুরের ছড়াছড়ি৷ হোটেল-রেস্তোরাঁ উচ্ছিষ্ট খেয়েই সেগুলোর জীবন বাঁচে৷ খাবরের অভাবে সেগুলোকে হিংস্র হয়ে উঠতে দেখা যাচ্ছে৷

শান্ত ভেনিস

বিশ্বজুড়ে পর্যটন আকর্ষণের অন্যতম স্থান ইতালির ভেনিস৷ সারা বছর সেখানে মানুষের হইচই লেগে থাকে৷ করোনা কালে একেবারে নিস্তব্ধ হয়ে পড়া ভেনিসের খালগুলোর পানি আবারও নীলচে হয়ে উঠেছে, খেলছে মাছেদের দল, ভাসছে নানা রঙের হাঁস৷

প্রতিবেশীর সঙ্গে দেখা

যুক্তরাষ্ট্রের শিকাগোর শেড অ্যাকুরিয়াম আগামী ৩০ এপ্রিল পর্যন্ত জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে৷ দর্শণার্থী না থাকায় সেখানকার পেঙ্গুইনগুলোকে ছেড়ে দিয়ে অবাধে বিচরণ করতে দেয়া হয়েছে৷

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত