ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

যে বিশ্বাসে গড়ে উঠেছিলো মিশরের ‘খুফু পিরামিড’

যে বিশ্বাসে গড়ে উঠেছিলো মিশরের ‘খুফু পিরামিড’

মিশরের সবচেয়ে বড়, পুরোনো এবং আকর্ষণীয় পিরামিড হচ্ছে গিজা’র পিরামিড। এটি খুফু’র পিরামিড হিসেবেও পরিচিত। এটি প্রাচীন সপ্তাশ্চর্যের একটি। ধারণা করা হয় খ্রিষ্টপূর্ব প্রায় ৫০০০ বছর আগে এটি তৈরি করা হয়েছিলো। এর উচ্চতা প্রায় ৪৮১ ফুট এবং এটি প্রায় ৭৫৫ বর্গফুট জমির উপরে স্থাপিত।

পিরামিডটি যে সময় নির্মাণ করা হয় সে সময় মিশরের মানুষের বিশ্বাস ছিলো মৃত্যুর পরবর্তী জীবনই হলো অনন্ত জীবন। তাদের মতে- মৃত্যুর পর দেহ যদি অক্ষত অবস্থায় সংরক্ষণ করা হয়, তাহলে তারা পরলোকে অনন্ত শান্তির জীবন পাবে। আর এ ভাবনা থেকেই তারা সম্রাট (ফারাও)-দের দেহকে ভালোভাবে সংরক্ষণ ও কবর দেয়ার জন্য চুনাপাথরের ইট দিয়ে তৈরি করে পিরামিড।

পিরামিড নিয়ে মিশরে প্রচলিত একটি প্রবাদ হল- ‘Man fears time, but time fears the Pyramids.’

খুফু’র পিরামিড তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক ১ লাখ। পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথর খণ্ড দিয়ে। পাথর খণ্ডের এক একটির ওজন ছিল প্রায় ৬০ টন, আর দৈর্ঘ্য ছিল ৩০ থেকে ৪০ ফুটের মত। এ পাথরগুলো আবার আনা হতো দূরের পাহাড় থেকে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত