ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

আগ্রাসী উদযাপনে নিষিদ্ধ রাবাদা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২০, ২০:২৬

আগ্রাসী উদযাপনে নিষিদ্ধ রাবাদা

ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হয়েছে সাউথ আফ্রিকা। চলমান টেস্টের দ্বিতীয় দিনে দুঃসংবাদ পেলেন কাগিসো রাবাদা। আগ্রাসী উদযাপনের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন এই প্রোটিয়া পেসার।

বৃহস্পতিবার সেন্ট জর্জ’স পার্কে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে ইংলিশ অধিনায়ক জো রুটকে ক্লিন বোল্ড করেন রাবাদা। জো রুটকে সাজঘরে ফেরালেও, বিপদ ডেকে আনেন এই প্রোটিয়া। উইকেট শিকারের পর রুটের সামনে চিৎকার করে আক্রমণাত্মক উল্লাসে মাতেন ২৪ বছর বয়সী তারকা।

উইকেট শিকারের পর এমন ভঙ্গি একেবারেই ক্রিকেটসুলভ আচরণ নয়। দিন শেষে তাইতো বিষয়টি আমলে আনেন আম্পায়াররা। রাবাদার বিরুদ্ধে রিপোর্ট জমা দেন তারা। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয় রাবাদার নামে।

কোড অব কনডাক্ট অনুযায়ী কোনো খেলোয়াড় দুই বছরের মধ্যে ৪টি ডিমেরিট পেলে আইসিসি কর্তৃক এক ম্যাচ নিষিদ্ধ হয়। আর তাতে সেই ফাঁদে পড়েন রাবাদা। এর আগে আরও তিনটি ডিমেরিট পয়েন্ট যুক্ত ছিল তার নামের পাশে।

এতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ও চতুর্থ টেস্টে সাউথ আফ্রিকার হয়ে মাঠে নামতে পারবেন না রাবাদা।

  • সর্বশেষ
  • পঠিত