ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

শ্রীলঙ্কায় হবে এইচপির প্রশিক্ষণ ক্যাম্প

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২০, ১৭:৪৮

শ্রীলঙ্কায় হবে এইচপির প্রশিক্ষণ ক্যাম্প

করোনা মহামারির এই সময় ক্রিকেটারদের খেলায় ফেরানোর লক্ষ্যে হাই পারফর্মেন্স (এইচপি) দলটির জন্য শ্রীলংকায় সফরের চিন্তা ভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ডের মতে জাতীয় দলের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করার জন্য এইচপি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। যে কারণে যত দ্রুত সম্ভব ক্যাম্পটি শুরু করতে চায় বিসিবি। এইচপি কার্যক্রমের চেয়ারম্যান সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় অবশ্য বলেছেন তারা শ্রীলংকায় একটি অনুশীলন ক্যাম্পও করতে পারেন।

বিসিবি সদর দপ্তরে হাই পারফরম্যান্স ইউনিটের বৈঠকের পর এমন মন্তব্য করলেন দুর্জয়। বৈঠকে আসন্ন সফর ও এইচপি কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়েছে। বিসিবির এক ভিডিও বার্তায় জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও বিসিবি পরিচালক বলেন, ‘আমরা এইচপি প্রোগ্রাম ও এর আসন্ন সফরগুলো আবার শুরু করতে চাই।

যেহেতু আমরা শ্রীলংকা সফরে যেতে চাই, সেহেতু আমাদের প্রস্তুত রাখতে হবে। আমাদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। এই সিরিজ শ্রীলংকায়ও হতে পারে আবার এখানেও আয়োজন হতে পারে। এই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং শ্রীলংকান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথাও বলেছি। জানতে চেয়েছি কিভাবে সফর আয়োজন করা যায়।’

যত দ্রুত সম্ভব এইচপি দলের জন্য একজন কোচ নিয়েগের চেস্টা করছেন বলেও জানিয়েছেন দুর্জয়। ডিসেম্বরে তিন বছরের চুক্তি শেষ হওয়ায় সিমন হেলমোট পদত্যাগ করার পর এইচপি দলের কোচের পদটি বর্তমানে খালি আছে। সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন দুর্জয়।

তিনি বলেন, ‘এই পদের জন্য আগ্রহ দেখিয়েছেন অনেকে। এই তালিকা থেকে আমরা এইচপি কোচের একটি সংক্ষিপ্ত তালিকা প্রণয়ন করেছি। আসলে করোনা মহামারির আগে তারা আগ্রহ দেখিয়েছিলেন। সুতরাং আমাদের জানতে হবে এখনো তাদের এ বিষয়ে আগ্রহ আছে কিনা। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইব এখনো তারা এই কাজ করতে আগ্রহী কিনা।’

দুর্জয় আরো বলেছেন, দেশে করোনার মহামারি প্রকট হবার পরও তারা এইচপি কার্যক্রম শুরুর চিন্তাভাবনা করছেন।

তিনি বলেন,‘ বর্তমান পরিস্থিতি আলাদা। তারপরও আমরা এইচপি কার্যক্রম শুরুর কথা ভাবছি। এখানে অনেক কিছুর সন্নিবেশ ঘটাতে হবে। আমরা যদি একাডেমিতে ক্যাম্প আয়োজন করতে চাই, তাহলে খেলোয়াড়দের আবাসনের কথা ভাবতে হবে। সেই সঙ্গে ভাবতে হবে তাদের খাবার দাবার এবং বর্তমান পরিস্তিতিতে তাদের সুরক্ষার বিষয়টিও। ইতোমধ্যে এইসব বিষয়ে আমরা আলোচনা করেছি। কিছুদিনের মধ্যেই আমরা ফের মিলিত হয়ে এসব বিষয়ে আলোচনা করব।’

  • সর্বশেষ
  • পঠিত