ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

ভোট দিতেই আসেননি তরফদার রুহুল আমিন

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২০, ১৮:১০

ভোট দিতেই আসেননি তরফদার রুহুল আমিন

ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী তরফদার মো. রুহুল আমিন। চট্টগ্রাম আবাহনীর চেয়ারম্যানও তিনি। তিনি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের অন্যতম ক্লাব সাইফ স্পোর্টিংয়ের কর্ণধার। একই সঙ্গে তিনি বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি এবং বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনেরও সভাপতি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের আগে সভাপতি পদে নির্বাচন করতে উদগ্রীব ছিলেন তরফদার মো. রুহুল আমিন। কিন্ত হঠাৎ করেই নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। এরপর আজ নির্বাচনেও ভোট দিতে আসেননি।

বহুল আলোচিত এবারের নির্বাচনে ২১ পদের জন্য লড়বেন ৪৭ প্রার্থী। দুটি প্যানেল প্রকাশ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছে। একটি হলো কাজী সালাউদ্দিন- সালাম মুর্শেদীর সম্মিলিত ফুটবল পরিষদ, অন্যটি হলো শেখ আসলাম-মহির নেতৃত্বাধীন সমন্বয় পরিষদ। এ ছাড়া প্রেসিডেন্ট পদে সালাউদ্দিনের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন শফিকুল ইসলাম মানিক।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত