ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

ঘুরে দাঁড়াতে বার্সার বিপক্ষে ম্যাচটি আদর্শ: জিদান

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২০, ১৩:২৩

ঘুরে দাঁড়াতে বার্সার বিপক্ষে ম্যাচটি আদর্শ: জিদান

পরপর দুটি ম্যাচ হেরে হতাশা রিয়াল মাদ্রিদ শিবিরে। এরমধ্যেই মৌসুমের প্রথপম এল ক্লাসিকোয় আজ বাংলাদেশ সময় রাত ৮টায় ক্যাম্প ন্যুয়ে মুখোমুখি হবে রিয়াল-বার্সা। তবে এই ম্যাচ নিয়ে একদমই বিচলিত নয় রিয়াল কোচ জিনেদিন জিদান। ঘুরে দাঁড়াতে এই ম্যাচকেই আদর্শ বলে মনে করেন এই ফরাসি কোচ।

এল ক্লাসিকোর আগের দিন সংবাদ সম্মেলনে নিজেদের বাজে পারফরম্যান্স নিয়ে ও বার্সা বিপক্ষে খেলা নিয়ে জিদান বলেন,কোচ বদল হলেও বার্সেলোনা আগের মতই শক্তিশালী আছে।

তিনি এ বিষয়ে আরও বলেন, 'এটা এমন একটা দল যারা সবসময়ই শক্তিশালী। প্রত্যেক কোচের মতাদর্শ আলাদা হলেও বার্সা সবসময় বার্সাই। সবসময়ের মতই এরা একটা প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ দল যারা জানে কীভাবে ফুটবল খেলতে হয় এবং প্রতিপক্ষের জন্য কাজটা কীভাবে কঠীন করে তুলতে হয়।'

গত শনিবার লা লিগায় কাদিসের বিপক্ষে ১-০ আর বুধবার নিজেদের মাঠে শাখতার বিপক্ষে ৩-২ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এমন পরিস্থিতি নিয়ে কোচ বলেন, 'পরিস্থিতি পাল্টে দেয়ার এটাই সবচেয়ে ভালো উপায়। নিজেদের প্রমাণ করতে ও আমরা যে পরিস্থিতি পাল্টাতে চাই তা বোঝাতে এটা ভালো একটা ম্যাচ। ভালো একটা ম্যাচ খেলাই আমাদের চাওয়া।'

তবে সুসংবাদ হলো শুক্রবার ট্রেনিং সেশনে বেশ সক্রিয় দেখা গেছে রামোসকে। যদিও অনুশীলনে তার হাঁটুতে ব্যান্ডেজ ছিল। এ বিষয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, রামোসের ব্যাথা এখনো পুরোপুরি যায়নি। তারপরও রিয়ালের রক্ষণে নিজেকে বিলিয়ে দিতে চায় রামোস।

বিষয়টি নিয়ে কোচ জিদান বলেছেন, 'সার্জিও আমাদের নেতা,আমাদের অধিনায়ক। কিন্তু আমরা কোন ঝুঁকি নিতে চাই না। সে সেরে উঠেছে এবং আমাদের সঙ্গে থাকবে। বিষয়টা হচ্ছে শতভাগের এবং রামোস সেই পর্যায়ে আছে।'

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত