ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মোহামেডানের মাসুদুজ্জামান

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২১, ২৩:৪৪  
আপডেট :
 ০৫ অক্টোবর ২০২১, ২৩:৪৯

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মোহামেডানের মাসুদুজ্জামান
ছবি: সংগৃহীত

বিসিবির নির্বাচনের বাকি মাত্র কয়েক ঘন্টা। বুধবার সকালে শুরু হবে দেশের ক্রিকেটের সবোর্চ্চ সংস্থার ভোট গ্রহণ। কিন্তু এই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের কাউন্সিলর মাসুদুজ্জামান।

তিনি ‘ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট ক্লাবস’ ক্যাটাগরি -২ থেকে প্রার্থী হয়েছিলেন। তিনি সরে দাঁড়িয়েছেন ব্যক্তিগত কারণে। তবে নির্বাচনের একদিন আগে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও তিনি বোর্ডের কল্যাণে বিসিবির সাথে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির পরিচালনা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে মাসুদুজ্জামান জানান, পরিচালক না হলেও ক্রিকেটের উন্নয়নে বোর্ডের সাথে কাজ করতে তার কোনো অসুবিধা হবে না।

তিনি আরো জানিয়েছেন, কোনো অভিযোগ বা চাপের কারণে নয়; তার এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। তিনি মনে করেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে যারা বোর্ড পরিচালক হতে চলেছেন তাদের প্রত্যেকেই যথেষ্ট যোগ্য এবং অভিজ্ঞ।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নির্বাচনের মাধ্যমে বর্তমান সভাপতি জনাব নাজমুল হাসান পাপন পুনরায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হবেন এবং তার নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেটের সাম্প্রতিক উন্নয়নের ধারা আরো বেগবান হবে। তার অভিজ্ঞতার হাত ধরে বিশ্ব ক্রিকেটের সাথে তাল মিলিয়ে আরো বহুদূর এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট। নতুন পরিচালনা পরিষদকে আগাম অভিনন্দন জানিয়ে তিনি সব ধরণের সহযোগিতার মাধ্যমে সর্বদা বোর্ডের পাশে থাকার এবং সাধ্য অনুযায়ী বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

নির্বাচনে প্রচরণাকালে তিনি কাউন্সিলরদের কাছ থেকে যথেষ্ট সাড়া পেয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সরে দাঁড়ানোর জন্য মাসুদুজ্জামান তাদের কাছে দুঃখও প্রকাশ করেছেন।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/এএম

  • সর্বশেষ
  • পঠিত