ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

নিজেকে হারিয়ে খুঁজছে মুশফিক

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২২, ১০:২৭

নিজেকে হারিয়ে খুঁজছে মুশফিক

বাংলাদেশের ক্রিকেটে মিস্টার ডিপেন্ডেবল বলা হয় মুশফিকুর রহিমকে। কিন্তু চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে কই হারেলন মুশি? এমন পোস্ট চোখে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। তবে কি মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক ফুরিয়ে গেছেন টি-টোয়েন্টিতে? এ প্রশ্ন লাখো ক্রিকেট প্রেমীর। হবেই বা না কেন, ২০২১ সালে ১৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুশির রান সাকুল্যে ১৮৩, সর্বোচ্চ ৫৭ সেটাও বিশ্বকাপে।

মুশফিকের শেষ ১৬ ইনিংসে ফিফটি আছে মাত্র একটা, শ্রীলংকার বিপক্ষে সেই ইনিংসের আগে ও পরে বিবর্ণ মুশফিক। রান নেই, স্লো ব্যাটিং, ভুল শট, টেকনিকে মরিচা, আত্মবিশ্বাসে ঘাটতি, এক কথায় মুশফিক হারিয়েছে তার নিজের পথ।

টেস্টে ২০২০ সালের ফেব্রুয়ারির পর সেঞ্চুরি নেই। ২ বছর সাদা পোশাকে ধুকছেন, এর মাঝেই রান খরা শুরু টি-টোয়েন্টিতে। তবে ওয়ানডেতে চমৎকার ধারাবাহিক। রানে আছেন একদিনের ম্যাচে কিন্তু টি-টোয়েন্টিতে চলে না রব উঠেছে সবদিকে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতেও নিরব মুশফিকের ব্যাট। তবে এটা সাময়িক, চ্যাম্পিয়ন ক্রিকেটার জানে কিভাবে ঘুরে দাড়াতে হয়, খুলনা টাইগার্সের ম্যানেজার নাফিস ইকবালের কথায় তাই আশা দেখতেই পারেন ক্রিকেট অনুরাগীরা।

বাংলাদেশ জার্নাল/ আইএইচ/এমএম

  • সর্বশেষ
  • পঠিত