ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ইংল্যান্ডের মাঠে স্পেনের দুর্দান্ত জয়

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৯

ইংল্যান্ডের মাঠে স্পেনের দুর্দান্ত জয়

উয়েফা নেশন্স লিগের শুরুতেই হোঁচট খেয়েছে রাশিয়া বিশ্বকাপে আলো ছড়ানো ইংল্যান্ড। গ্যারেথ সাউথগেটের দলকে তাদের মাঠেই হারিয়ে শুভ সূচনা করেছে স্পেন।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার রাতে ‘এ’ লিগে গ্রুপ-৪ এর ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয় পায় স্পেন। এই জয়ে শুভ সূচনা হলো বিশ্বকাপের পর দায়িত্ব নেয়া লুইস এনরিকের অধীন স্প্যানিশ ফুটবল দলের নতুন পথচলার।

ম্যাচের শুরুতেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। একাদশ মিনিটে গোছানো এক আক্রমণে এগিয়ে যায় ইংল্যান্ড। বাঁ-দিক থেকে লুক শর বাড়ানো ক্রস পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ড।

গোল হজম করেই মরিয়া হয়ে ওঠে স্পেন। মাত্র দু' মিনিটের মাথায় তেরো মিনিটে ডি-বক্সের মধ্যে কিছুটা এগিয়ে প্রতিপক্ষের এক জনকে কাটিয়ে রদ্রিগোর দেওয়া ব্যাক-পাস জটলার মধ্যে পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন অ্যাটলেতিকো মিডফিল্ডার সাউল নিগেস।

রাশিয়া বিশ্বকাপে সেট-পিসে প্রতিপক্ষ দলগুলোর সীমানায় ইংলিশদের ভীতি ছড়ানো চিত্রের দেখা মেলে এ ম্যাচেও। অধিকাংশ সময় বল দখলে রেখে অতিথিরাও বারবার আক্রমণ করতে থাকে।

এরই মাঝে ৩৫তম মিনিটে বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার থিয়াগো আলকান্তারার ফ্রি-কিকে বল ছয় গজ বক্সে পেয়ে বাঁ-পায়ের টোকায় দলকে এগিয়ে নেন ভালেন্সিয়ার ফরোয়ার্ড রদ্রিগো।

তিন মিনিট পরই সমতায় ফিরতে পারতো স্বাগতিকরা। কিন্তু ক্লাব সতীর্থ মিডফিল্ডার জেসে লিনগার্ডের ক্রসে র‌্যাশফোর্ডের হেড ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ডেভিদ ডি হিয়া।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত