ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

‘রোগ’ তাড়াতে মনোবিদের শরণাপন্ন টাইগাররা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৮, ১৭:১৫

‘রোগ’ তাড়াতে মনোবিদের শরণাপন্ন টাইগাররা

জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে খেই হারিয়ে ফেলা, চাপের মুখে দলের প্রায় সবারই ভেঙে পড়া। ফিফটি হাঁকানোর পরই এলোমেলো শট! ব্যাস আউট! যেখানে হতে পারতো নিশ্চিত সেঞ্চুরি সেটিও হলো না বা মাঠের বাইরের লাগামছাড়া জীবনযাপন।

বাংলাদেশের ক্রিকেটারদের এমন উদাহরণ কম নয়। তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকদের ক্যারিয়ারে এমন চিত্র ভূরি ভূরি। মাঠে কিছু ব্যর্থতার সঙ্গে মাঠের বাইরে বেশ কিছু ক্রিকেটারের একের পর এক বিতর্কের জন্ম দিয়ে যাওয়ার ঘটনায় ক্রিকেট বোর্ডও নিজেদের শঙ্কার কথা জানিয়েছে। সেইসঙ্গে ক্রিকেটারদের মনস্তাত্ত্বিক দিক নিয়ে কাজ করার জন্য একজন মনোবিদ নিয়োগ দেওয়ার প্রসঙ্গও এসেছে বারবার।

অবশেষে ক্রিকেটারদের জন্য পছন্দমতো মনোবিদ খুঁজে পেয়েছে বোর্ড। জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন বাঙালি মনোবিদ আলী আজহার খান। রোববার মিরপুরে বিসিবির কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোবিদের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

তিনি বলেন, ‘দলে একজন মনোবিদ যোগ দিচ্ছেন শিগগিরই। আলী আজহার খান ১৭ তারিখের দিকে আসবেন। জিম্বাবুয়ে সিরিজের সময় বাংলাদেশকে ছয়-সাত দিন সময় দেবেন। যেহেতু উনি বাঙালি, বোঝাপড়ার ব্যাপারে আমাদের প্লেয়ারদের জন্য সুবিধা হবে। তিনি খুব ব্যস্ত ছিলেন, অনুরোধ করে তার সময় নিয়েছি। তিনি ১৭-১৮ তারিখ থেকে ক্রিকেটারদের সঙ্গে থাকবেন এবং তাদের সঙ্গে সেশন করবেন।’

তিনি বলেন, ‘কয়েকজন ক্রিকেটার উনার কথা বলেছিল আমাদের। এবার এসে সেশন করাক, দেখা যাক, কী হয়। যদি কাজ হয়, তাহলে অবশ্যই ভবিষ্যতে আবার উনাকে আমরা আনব।’

আকরাম খান কথা বলেন দলের টেস্ট ব্যাটিং কোচ নিয়েও। ওয়ানডেতে নিল ম্যাকেঞ্জি কোচের দায়িত্ব নিলেও সাদা পোশাকের ক্রিকেটে এখনও কোনো ব্যাটিং কোচ পায়নি বাংলাদেশ। আকরাম জানালেন, কাজটা তাদের জন্য সহজ হচ্ছে না খুব একটা, ‘আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কাজটা কঠিন, পছন্দমতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে যত দ্রুত সম্ভব আনার চেষ্টা করা হচ্ছে।’

  • সর্বশেষ
  • পঠিত