ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

মাশরাফির রংপুরকে হারালো ওয়ার্নারের সিলেট

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৯, ২২:২৫

মাশরাফির রংপুরকে হারালো ওয়ার্নারের সিলেট

টানটান উত্তেজনার ম্যাচে রংপুর রাইডার্সকে ২৭ রানে হারিয়েছে স্বাগতিক সিলেট সিক্সার্স। ঘরের মাটিতে বাজে হারের পর এই ম্যাচেই যেন প্রাণ ফিরে পেয়েছে সিক্সার্সরা। প্রথমে ওয়ার্নার-লিটনের তাণ্ডব পরে সিলেটের কার্যকরী বোলিংয়ে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানে থেমেছে রংপুর রাইডার্স। ফলে সিলেটের মাটিতে প্রথম জয় পেল সিলেট সিক্সার্স।

টস জিতে স্বাগতিক সিলেট সিক্সার্সকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ওয়ার্নার-লিটনের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্বাগতিকরা তুলেছে ১৮৭ রান।

টস হেরে ব্যাটিংয়ে নেমেই হাত খুলে মারতে থাকে দুই ওপেনার লিটন-সাব্বির। ব্যাটিংয়ে প্রমোশন নিয়ে দুর্দান্ত খেলেছেন সাব্বির রহমান রুম্মন। রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নেমে ৭৪ রানের উড়ন্ত সূচনা করেন লিটন কুমার দাস ও সাব্বির রহমান রুম্মন। দলীয় ৭৪ রানে বেনি হাওয়েলের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন সাব্বির রহমান রুম্মন। ২০ বলে ২০ রান তুলেছেন তিনি। সাব্বিরের বিদায়ের পর ওয়ার্নারের সাথে তাণ্ডব চালাতে থাকে লিটন দাস। তিনি খেলেছেন ৪৩ বলে ৭০ রানের দারুণ এক ইনিংস।

ওই ইনিংস খেলার পথে দারুণ সব শট খেলেছেন লিটন দাস। চারের মার মেরেছেন নয়টি। আর ছক্কা একটি। তার সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ওয়ার্নারও দারুণ শুরু করেন। দু'জনে মিলে ১২ ওভারের মধ্যে দলের রান একশ' পূর্ণ করেন। এরপর লিটন দাস আউট হয়ে ফিরলেও রান বাড়িয়ে নেওয়ার কাজ এগিয়ে নেন ওয়ার্নার।

অজি তারকা করেন ৩৬ বলে ৬১ রান। ছয়ের মার মারেন দুটি। এছাড়া চার আছে ছয়টি। এরমধ্যে আবার গেইলের করা এক ওভারের প্রথম তিন বলে মাত্র ২ রান নিতে পারেন ওয়ার্নার। পরের বল থেকেই বাঁহাতি ওয়ার্নার হয়ে যান ডানহাতি। তাতে গেইলের ওভারের শেষ তিন বলে দুটি চার এবং একটি ছক্কা হাঁকান এই তারকা। শেষ পর্যন্ত তার দল ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রানে থামে।

রংপুরের বোলারদের মধ্যে শফিউল তিনটি উইকেট পান। একটি উইকেট দখল করেন হাওয়েল।

১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে রংপুর রাইডার্স। মেহেদী হাসান রানার বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন মেহেদী মারুফ ও অ্যালেক্স হেলস। এরপর কোনো রান যোগ করার আগেই ফেরেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ক্রিস গেইল। সোহেল তানভিরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন রংপুরের ওপেনার গেইল।

চরম বিপদে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরান রাইলি রুশো। মোহাম্মদ মিঠুনের সঙ্গে চতুর্থ উইকেটে ৮৯ রানের জুটি গড়েন তিনি। ২৭ বলে ফিফটি তুলে নেয়া রুশো বোল্ড হন তাসকিন আহমেদের বলে। ১২তম ওভারে তাসকিনের বলে স্টাম্প উড়ে যায় রুশোর। সাজঘরে ফেরার আগে ৩২ বলে ৫৬ রান করে ফেরেন রংপুরের এই ওপেনার।

দলীয় ১১৭ রানে দুর্দান্ত খেলতে থাকা মিথুন ফেরেন ৩৫ রানে। তাসকিনের বলে সাব্বিরের ক্যাচ হয়ে ফেরেন তিনি। এরপর মাশরাফির একক প্রচেষ্টায়ও জয় ছিনিয়ে আনতে পারেনি রংপুর রাইডার্স। মাশরাফিরা হেরেছে ২৫ রানে।

  • সর্বশেষ
  • পঠিত