ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

টাইগারদের নিয়ে ভোল পাল্টালেন আফ্রিদি!

টাইগারদের নিয়ে ভোল পাল্টালেন আফ্রিদি!

মার্চে বলা কথা বদলে গেল জুনে! নিজের কথা নিজেই বদলে দিলেন। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি গত মার্চে বলেছিলেন বাংলাদেশ ‘ছোট দল’। আর জুন মাসে এসে বিশ্বকাপে বাংলাদেশের জয় নিয়ে বললেন, কোনো দলকেই ছোট করে দেখা ঠিক নয়।

বিশ্ব ক্রিকেটে পাকিস্তান দলের একটা পরিচয় আছে, আনপ্রেডিক্টেবল হিসেবে। এই আনপ্রেডিক্টেবল দলটির অনেক দিন নেতৃত্বে ছিলেন শহীদ আফ্রিদি। নানা কর্মকাণ্ড আর বেফাঁস মন্তব্য করে ফেঁসে যাওয়ায় জুড়ি নেই পাকিস্তানি ক্রিকেটারদের।

গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবুধাবিতে সিরিজের আগে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর এতেই ক্ষেপেছিলেন সাবেক এই অধিনায়ক। এই প্রসঙ্গে সাংবাদিকদের বলেছিলেন, ‘দেখুন, সিরিজটা যদি বাংলাদেশ বা জিম্বাবুয়ের মতো র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ-সপ্তম বা অষ্টম দলের সঙ্গে হতো, তাহলে নাহয় বোঝা যেত যে বিশ্বকাপের আগে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার যৌক্তিকতা আছে।’

বিশ্বকাপে গতকাল ক্যারিবীয়দের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ভোল পালটে ফেলেছেন আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যমের মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এক টুইটে তিনি লিখেন, ‘বিশ্বকাপের মতো মঞ্চে কোনো দলকেই ছোট করে দেখা ঠিক নয়।’

বাংলাদেশকে অভিনন্দন জানাতেও ভোলেননি সাবেক এই তারকা অলরাউন্ডার। অভিনন্দন জানিয়ে আফ্রিদি বলেন, ‘অনেক অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। এই জয় তাদের প্রাপ্য। অসামান্য ইনিংস খেলেছেন সাকিব আল হাসান ও লিটন দাশ। শাই হোপ-ও।’

সাকিব ১২৪ ও লিটন ৯৪ করে অপরাজিত ছিলেন। ৩২২ রানের টার্গেটে খেলতে নেমে হাতে সাত উইকেট ও ৫১ বল বাকি থাকতেই বাংলাদেশকে জয় এনে দেন এই দুজন।

ক্যারিবীয়দের বিপক্ষে ৩২১ রান তাড়া করে সাত উইকেটের বড় জয়ে ইতিহাস সৃষ্টি করেছে টাইগাররা। বিশ্বকাপে রান তাড়া করা জয়গুলোর মধ্যে এটি দ্বিতীয় এবং বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এর আগে গত বিশ্বকাপে স্কটল্যান্ডের দেওয়া ৩১৮ রান তাড়া করে ছয় উইকেটে জয় পেয়েছিলেন মাশরাফীরা।

  • সর্বশেষ
  • পঠিত