ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

সাংবাদিকদের কারণে ফর্ম হারিয়ে ফেলেন ইমরুল!

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৯, ১৯:৩০

সাংবাদিকদের কারণে ফর্ম হারিয়ে ফেলেন ইমরুল!

বিপিএলে বরাবরাই ভাল পারফর্মার জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস। কিন্তু জাতীয় দলে এলেই তিনি অচেনা! জাতীয় দলে বিপিএলের মত পারফরম্যান্স করতে পারেন না ইমরুল। এর কারণ উদঘাটন করতে চেয়ে বঙ্গবন্ধু বিপিএলের প্রথম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তাকে প্রশ্ন করলেন, বিপিএলে ভাল খেলেন কিন্তু জাতীয় দলে আপনার কী হয়? আপনি চাপ বোধ করেন? ঝাঁঝাঁলো উত্তরে ইমরুল যা বললেন তার শানে নযুল হল, সাংবাদিকরা তার ফর্ম নিয়ে কথা বললেই তিনি জাতীয় দলে নিষ্প্রভ হয়ে পড়েন!

বিপিএলের উদ্বোধনী ম্যাচেই হেসেছে ইমরুলের ব্যাট। তার ৩৮ বলে ৬১ রানের ইনিংসের উপর ভর করেই সিলেট থান্ডারকে ৫ উইকেটে হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপিএলের ঠিক আগে ভারত সফরে চিত্র ছিল ভিন্ন। টেস্ট খেলতে যাওয়া ইমরুল পুরো সিরিজেই ধুঁকেছেন। দুই টেস্টের চার ইনিংসে মোটে করতে পেরেছিলেন ২১ রান। কোন ইনিংসেই যেতে পারেননি দুই অঙ্কে। শুধু তা-ই নয় ভারতে তার ব্যাটিংয়ের ধরণও ছিল দৃষ্টিকটু। ওপেন করতে নেমে আউট হওয়ার আগে কাঁপাকাঁপি করেছেন তিনি।

আবার ভারত সফরের আগেও জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি এসেছে তার ব্যাটে। ঘরোয়া পর্যায়ে যে ছন্দে খেলেন, জাতীয় দলে কেন তা থাকে না। ম্যাচ সেরা হয়ে আসা ইমরুলকে এক সাংবাদিকদের প্রশ্ন ছিল এমনই। জবাবে ইমরুল দায় দিলেন সাংবাদিকদের এমন প্রশ্নেরই, ‘এই আপনাদের (সাংবাদিকদের) এই বলাটারজন্য আমি ফর্ম থেকে হারিয়ে যাচ্ছি। ফর্মে থাকতে থাকতে আমি ফর্ম থেকে হারিয়ে যাই।’

আরেক সাংবাদিক জানতে চাইলেন, তাকেও তার ব্যাটিং অর্ডার নিয়ে। যেহেতু তিনি সাধারণত ওপেনিং বা দুইয়ে ব্যাটিং করে থাকেন তাই এই ম্যাচে তাকে চারে নামা দেখে তিনি প্রশ্ন করলেন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই অর্ডারেই তিনি প্রস্তুতি নিচ্ছেন কী না? ইমরুল বললেন, ‘আগাআগির চিন্তা ভাবনা ভাই আর করি না। এখন চিটাগংয়ে খেলি তাই এখানেই ফোকাস করছি। টি টোয়েন্টি বিশ্বকাপ এখনো অনেক দূর।’

তবে রান না পেলে, খারাপ খেললে উঠা সমালোচনাও ইমরুল দেখছেন স্বাভাবিকভাবে। তার মত বিদেশ সফরে সেরা প্রস্তুতি নিয়ে না গেলে ফল ভাল করা সম্ভব না, ‘সমালোচনা তো হবেই। মানুষ বিখ্যাত না হলে তো সমালোচনা হয় না। ভারত সিরিজে আমি খারাপ করছি। আমি নিজেও খুব আপসেট। টেস্ট ম্যাচের প্রস্তুতি আরও ভাল হওয়া উচিত আমি মনে করি। দুই চার দিনের প্রস্তুতি নিয়ে, জাতীয় লিগের বোলারদের খেলে ওই পর্যায়ে ফেস করা কঠিন ভাই। এটা আমার জন্য না। দুনিয়ার বড় বড় ব্যাটসম্যানদের জন্যও কঠিন।’

  • সর্বশেষ
  • পঠিত