ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

বেবি পাউডার বাড়াচ্ছে ক্যান্সারের ঝুঁকি!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০১৯, ১৩:২৯

বেবি পাউডার বাড়াচ্ছে ক্যান্সারের ঝুঁকি!

ভারতের পর এবার যুক্তরাষ্ট্রেও সমস্যার মধ্যে পড়েছে ‘জনসন অ্যান্ড জনসন’-এর বেবি পাউডার। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে সে দেশটিতে। কয়েক মাস আগে ভারতে পরীক্ষায় সামনে আসে ‘জনসন অ্যান্ড জনসন’-এর বেবি শ্যাম্পু আর পাউডারে এমন একাধিক বিষাক্ত রাসায়নিক আছে যা থেকে হতে পারে ক্যান্সারের মতো রোগ।

সেই পরীক্ষায় জানা যায়, ফরম্যালডিহাইড-সহ বেশ কয়েকটি মারাত্মক ক্ষতিকর রাসায়নিক মিশে রয়েছে ‘জনসন অ্যান্ড জনসন’-এর বেবি শ্যাম্পু আর পাউডারে সঙ্গে। এরপরই ভারতে বন্ধ হয় এই পন্যটি।

২০১৯ এর শুরুতে ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন এক নারী। তার অভিযোগ, জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার ব্যবহার করেই মেসোথ্যালমিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তাকে প্রায় ১৯৯ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হয়। জনসন অ্যান্ড জনসন-এর বেবি পাউডার, শ্যাম্পুতে ফরম্যালডিহাইড ও অ্যাসবেস্টাসের মত বিষাক্ত পদার্থ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই দুইটি উপাদানই ক্যান্সারের মতো অসুখের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত