ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বিধ্বস্ত বিমানে ছিলেন বৈশাখী টিভির সাংবাদিক ফয়সাল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০১৮, ১৯:৪৩  
আপডেট :
 ১২ মার্চ ২০১৮, ২০:১০

বিধ্বস্ত বিমানে ছিলেন বৈশাখী টিভির সাংবাদিক ফয়সাল

নেপালে ঢাকা-কাঠমাণ্ডু রুটে ইউএস-বাংলার বিধ্বস্ত বিমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীর স্টাফ রিপোর্টার ফয়সাল আহমেদ (২৯) ছিলেন। ফ্লাইটের যাত্রীদের তালিকা থেকেই এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে বৈশাখী কর্তৃপক্ষ।

বৈশাখী টিভির হেড অব নিউজ অশোক চৌধুরী জানান, সোমবার থেকে পাঁচ দিনের ছুটি নিয়েছিলেন ফয়সাল আহমেদ। তবে তিনি অফিসকে এই সফরের বিষয়ে কিছু জানাননি। পরে ফ্লাইটের যাত্রী তালিকায় নাম দেখে পাসপোর্ট নম্বর মিলিয়ে তারা বুঝতে পারেন ফয়সাল সেই ফ্লাইটে ছিলেন।

ফয়সাল আহমেদ বৈশাখী’র হয়ে প্রধানমন্ত্রীর বিটের খবর কভার করতেন। ফয়সালের গ্রামের বাড়ি শরীয়তপুর। বাবা-মা দুজনেই গ্রামের বাড়িতে থাকেন। ফয়সালের একজন নিকট আত্মীয়ের বরাতে জানা গেছে, তিনি ওই ফ্লাইটেই ছিলেন।

বৈশাখী টিভির এ্যাসাইন্টমেন্ট এডিটর মিঠুন মোস্তাফিজ বলেন, ফয়সাল ওই ফ্লাইটে ছিলো। তবে সে নিহত নাকি হাসপাতালে আহত তা জানা যাচ্ছে না।

মিঠুন বলেন, বিধ্বস্ত ফ্লাইটের যাত্রী তালিকায় থাকা পাসপোর্ট নম্বরের সাথে ফয়সালের পাসপোর্ট নম্বর মিলে যায়। তার মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ।

/এসকে/

আরও পড়ুন :

নেপালে বিধ্বস্ত বিমানে ছিলেন শ্রীপুরের দুই দম্পতি

বিধ্বস্ত বিমানে ওঠার আগে শেষ স্ট্যাটাস

  • সর্বশেষ
  • পঠিত