ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ঈদের আগেই লম্বা ছুটির ফাঁদে দেশ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০১৮, ১০:২৩  
আপডেট :
 ২২ এপ্রিল ২০১৮, ১০:৫০

ঈদের আগেই লম্বা ছুটির ফাঁদে দেশ
ফাইল ছবি

ঈদেও সাধারণত এমনটি দেখা যায় না। এবার লম্বা ছুটির ফাঁদে পড়ছে যাচ্ছে দেশ। ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত মাত্র দু’দিন অফিস খোলা। বাকি সাত দিন ছুটি কাটাবেন কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছটির মধ্যে ২৭ ও ২৮ এপ্রিল (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি। ২৯ এপ্রিল রবিবার বুদ্ধ পূর্ণিমার জন্য পূর্ব নির্ধারিত সরকারি ছুটি। মাঝখানে ৩০ এপ্রিল সোমবার অফিস খোলা থাকবে। পরদিন পহেলা মে মঙ্গলবার মহান মে দিবস। তারপর ২ মে বুধবার আবার পবিত্র শবে বরাতের ছুটি। ৩ মে অফিস খোলা। পরের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।

এ ছুটি কাজে লাগাতে বাস, ট্রেন, লঞ্চ, এমনকি আকাশপথে উড়োজাহাজের টিকিট নিয়েও কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। ভ্রমণপিপাসুরা গ্রামের আপন ঠিকানার পাশাপাশি কক্সবাজার, কুয়াকাটা, সিলেটের মতো পর্যটন এলাকায় পাড়ি দেবেন। তাই এসব এলাকার টিকিটের চাহিদাও বেশি।

তারা এই ছুটিকে কাজে লাগাতে করছেন নানা ধরনের পরিকল্পনা। মনে করা হচ্ছে, আগামী সপ্তাহে রাজধানী অনেকটা ফাঁকা থাকবে।

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত