ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

মমতাকে যশোরের মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী

মমতাকে যশোরের মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পদ্মার ইলিশ ও যশোরের ছানার মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ সফরে গেছেন। এর আগে বৃহস্পতিবার মমতার বাড়িতে এসব উপহার পাঠানো হয়।

কলকাতার বাংলা দৈনিক আজকালের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারে রয়েছে ২০ কেজি পদ্মার ইলিশ ও ২০ কেজি যশোরের ছানার মিষ্টি। আরো আছে ঢাকাই জামদানি, সিল্ক ও তাঁতের শাড়ি।

শান্তিনিকেতনের আম্রকুঞ্জে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মঞ্চে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। এটাই প্রথম বিশ্বভারতীর কোন সমাবর্তন মঞ্চে উপস্থিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর।

এদিকে বিশ্বকবী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৪৯তম এই সমাবর্তন অনুষ্ঠানে শেখ হাসিনা যোগ দেন ‘গেস্ট অব অনার’ হিসেবে।

সমাবর্তন অনুষ্ঠান শেষে বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনের ফলক উন্মোচন করেন দুই প্রধানমন্ত্রী। বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত এই ভবনে রয়েছে ৪৫০ আসনের প্রেক্ষাগৃহ, যা বিশ্বভারতীতে থাকা প্রেক্ষগৃহগুলোর মধ্যে সবচেয়ে বড়।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত