ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

শিক্ষা ব্যবস্থায় ত্রুটি আছে: সংস্কৃতিমন্ত্রী

  ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০১৮, ১৬:০৩

শিক্ষা ব্যবস্থায় ত্রুটি আছে: সংস্কৃতিমন্ত্রী

আমাদের শিক্ষা ব্যবস্থায় ত্রুটি আছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে বঙ্গবন্ধু পাঠচক্রের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, আমি মনে করি মেধা এখনও আছে। কিন্তু সেই মেধা সঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না। শিক্ষার্থীদের মগজেও কিছু ঢুকছে না। কতগুলো পৃষ্ঠা শিক্ষার্থীরা পড়তে পড়তে বিরক্ত হয়ে যাচ্ছে।

আসাদুজ্জামান নূর বলেন, শিক্ষার্থীদের সঠিক মানুষ হিসাবে গড়ে উঠতে হলে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে। একটি দল যারা স্বাধীনতার ঘোষণা সম্পর্কে ভুল ধারনা ছড়াচ্ছে। এটিকে কঠোর ভাবে প্রতিহত করতে হবে। আসলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার মূল ঘোষণা দেন। তার নেতৃত্বেই বাঙালিরা ঝাপিয়ে পড়েছিল স্বাধীনতা যুদ্ধে। দেশ হয়েছিল স্বাধীন। তাই বলা যায় জিয়াউর রহমান নয়, বঙ্গবন্ধুর ঘোষণা ও নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল।

ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান, জেলা কৃষক লীগের সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম, জেলা তাঁতী লীগের সহ-সভাপতি আসাদুল ইসলাম মণ্ডল প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জীবনী ও স্বাধীনতার ইতিহাস সম্বলিত কুইজ প্রতিযোগিতা ‘বঙ্গবন্ধু পাঠ চক্র’ এর বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন মন্ত্রীসহ অতিথিরা।

  • সর্বশেষ
  • পঠিত