ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

কক্সবাজারে মোবাইল ব্যাংকিং বন্ধ রাখার প্রস্তাব

  নিজস্ব প্রতিনিধি

প্রকাশ : ২২ জুলাই ২০১৮, ২১:৫৯

কক্সবাজারে মোবাইল ব্যাংকিং বন্ধ রাখার প্রস্তাব

মাদকের চোরাচালান রোধে কক্সবাজারে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। রোববার বিকেলে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে মাদকের বিরুদ্ধে নির্মিত তথ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ প্রস্তাব দেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, মাদকের চোরাচালানের জন্য ওই এলাকায় প্রতিদিন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কোটি টাকা লেনদেন হয়। এটি বন্ধ করতে পারলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

মাদক নিয়ন্ত্রণে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কক্সবাজারে দুই মাসের জন্য মোবাইল ব্যাংকিং বন্ধ রাখার প্রস্তাব করেন। বেনজির আহমেদ বলেন, এই এলাকায় ২৩ লাখ মানুষ বসবাস করে। কিন্তু প্রতিদিন এখানে কোটি টাকার লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ৩ মে আমাদের ডেকে মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে নির্দেশ দিয়েছেন।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত