ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

পাবিপ্রবিতে প্রক্টরের সামনেই শিক্ষার্থীদের পেটালো ছাত্রলীগ

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:১২

পাবিপ্রবিতে প্রক্টরের সামনেই শিক্ষার্থীদের পেটালো ছাত্রলীগ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাসিবুল হাসান নামে এক শিক্ষার্থীকে প্রক্টরের সামনেই পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ।

সোমবার বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া ভবনের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে পরীক্ষা চলাকালীন সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, আহত ছাত্র হাসিবুল হাসান নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। এ ঘটনার বিচার চাইতে সাধারণ শিক্ষার্থীরা প্রক্টর অফিসে গেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি চৌধুরী আসিফের নেতৃত্বে তার অনুসারীরা আবারো হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থীকে মারধর করে তারা।

তবে হামলার কথা অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থী হাসিবুলের কয়েকজন সহপাঠী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ফেসবুকে একটি পোস্ট দেয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি চৌধুরী আসিফ মাহমুদের নেতৃত্বে তার অনুসারীরা পরীক্ষা হল থেকে হাসিবকে বের করে রড ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। আমরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রীতম কুমার দাসের কার্যালয়ে নিয়ে যাই। ঘটনার বিচার দাবিতে প্রক্টর স্যারের সাথে কথাপোকথনের সময় আবারো ছাত্রলীগ কর্মীরা হামলা চালায়। এ সময় লোক প্রশাসন বিভাগের ইমরান, দীপংকর, পুরকৌশল বিভাগের শাকিল, গণিত বিভাগের আবির, অর্থনীতি বিভাগের অনুপমসহ বেশ কয়েকজন আহত হয়। প্রক্টর স্যারের সামনেই এ ঘটনা ঘটলেও তিনি আমাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।

এ বিষয়ে পাবনা নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান সোহেল রানার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিভাগে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে শুনেছি, তবে ঘটনার সময় আমি বাইরে থাকায় বিস্তারিত জানাতে পারছি না।

তবে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার সত্যতা স্বীকার করেছেন প্রক্টর প্রীতম কুমার দাশ। তিনি জানান, ফেসবুকে কোনো এক পোস্ট দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মীরা হাসিবুলকে পিটিয়েছে। পরে বিচার চাইতে আসা শিক্ষার্থীদেরও পিটিয়েছে। আমরা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছি। ফেসবুক পোস্টের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতিও স্বাভাবিক আছে।

এদিকে হামলার কথা অস্বীকার করেছেন পাবিপ্রবি শাখা ছাত্রলীগ সভাপতি চৌধুরী আসিফ মাহমুদ। তিনি বলেন, ক্যাম্পাসে কোনো হামলার ঘটনা ঘটেনি, ছাত্রলীগের সংশ্লিষ্টতার তো প্রশ্নই ওঠে না। তবে, ফেসবুকে একটি বিষয় নিয়ে কিছু শিক্ষার্থী দ্বন্দ্বে জড়িয়েছে শুনেছি। তার সাথে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত