ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

রেড উড ফরেস্ট, যেখানে মানুষ হয়ে যায় গাছ!

  অমিয়া হাশেম

প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৭, ১২:৩৫  
আপডেট :
 ১৯ নভেম্বর ২০১৭, ১৩:৪০

রেড উড ফরেস্ট, যেখানে মানুষ হয়ে যায় গাছ!

রহস্যময় এক জায়গার নাম ‘রেড উড ফরেস্ট’। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। বিস্ময়কর রেড উড ফরেস্টের আয়তন ১০০ বর্গ কিলোমিটার। এর পাশ দিয়ে বয়ে গেছে ছোট ছোট নদী। বনের পাশেই রয়েছে বিখ্যাত ‘রেড উড ন্যাশনাল পার্ক’। নানা রহস্যে ঘেরা বনটি দেখতে চমৎকার ও মনোমুগ্ধকর। ভ্রমণকারীদের অতি সহজেই এটি আকৃষ্ট করে। এতে প্রায় এক থেকে দেড় হাজার ফুট উচ্চতার হাজার বছরের গাছও রয়েছে। প্রাচীন গাছগুলো দেখতে কোনটি একটু লালচে, সবুজ, বাদামি, আকাশি রঙের। গহীন বনে প্রবেশের জন্য রয়েছে শত শত পথ। তবে আশ্চর্যের ব্যাপার হল, প্রতিটি পথই যেন লালগালিচা দিয়ে ঢাকা। আসলে পথগুলো লালগালিচা দিয়ে ঢাকা মনে হয় মূলত এ বনের মাটি লাল বর্ণের। দর্শনার্থীরা বনে প্রবেশের আগে ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষের কাছ থেকে বন সম্পর্কে তথ্য নিতে পারেন। লাল কাঠের বনের মাঝে রয়েছে অনেক ছোট ছাউনির ঘর। এসব ঘরে কাঠুরিয়ারা বাস করেন। তবে বিস্ময়কর ব্যাপার হল, বনের ঠিক মাঝখানে রয়েছে হামবোল্ট পয়েন্ট। আর এ পয়েন্ট ঘিরে যুগ যুগ ধরে মানুষের মনে বয়ে বেড়াচ্ছে নানা জল্পনা-কল্পনা। কথিত আছে, হামবোল্ট পয়েন্ট থেকে ৫০ গজ দূরে গেলে কোনও মানুষ আর বন থেকে বেরিয়ে আসতে পারে না। এ পর্যন্ত ২০ জন এ রহস্য উদঘাটন করতে গিয়ে আর ফিরে আসেনি। স্থানীয়রা মনে করেন, যারা ফিরে আসেনি তারা ছোট ছোট রেড উড ট্রি হয়ে গেছেন। তবে বন কর্মকর্তাদের মতে, হামবোল্ট পয়েন্ট থেকে ৫০ গজ পরেই রয়েছে চোরাবালি। আর এ বালিতে একবার পা পড়লে ফিরে আসা সম্ভব নয়। বিভিন্ন সময়ে লাল কাঠের বনটি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকে ঘূর্ণিঝড়, টর্নেডোসহ নানা বিপর্যয় থেকে রক্ষা করে আসছে। রেড উড ফরেস্টের বনের হামবোল্ট পয়েন্ট ছাড়া বনটির বাকি স্থান বেশ নিরাপদ। হাজার বছরের রহস্যময় এ বনে প্রতিবছরই হাজার হাজার ভ্রমণপিপাসু মানুষ ভিড় করে।

(সূত্র: ইন্টারনেট)

  • সর্বশেষ
  • পঠিত