ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

সুপ্রিম কোর্টের রায়

নওয়াজ শরীফকে দলীয় প্রধানের পদে অযোগ্য ঘোষণা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২৭  
আপডেট :
 ২১ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:০৩

নওয়াজ শরীফকে দলীয় প্রধানের পদে অযোগ্য ঘোষণা

প্রধানমন্ত্রীর পদ হারানো পর, এবার নওয়াজ শরীফকে রাজনৈতিক দলের নেতৃত্ব প্রদানে অযোগ্য ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। তিনি বর্তমানে পাকিস্তান মুসলিম লিগ প্রধানের দায়িত্ব পালন করছেন।

বুধবার দেশটির সুপ্রিম কোর্ট এক আদেশের মাধ্যমে এ ঘোষণা দেন প্রধান বিচারক মিয়ান সাকিব নাসির।

প্রধান বিচারক সাকিব নাসির তার রায়ে বলেন, সংবিধানের ৬২ ও ৬৩ ধারা অনুযায়ী দলের শীর্ষ পদে থাকতে পারবেন না নওয়াজ শরিফ। ফলে প্রধানমন্ত্রীত্বের পর এবার দলের শীর্ষ পদ খোওয়াতে হচ্ছে তাকে। এমন কী আগামী মাসে দেশটিতে অনুষ্ঠিতব্য সংসদের উচ্চকক্ষের নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবেন না নওয়াজ।

রায়ের পর, নওয়াজের পরিবর্তে কাকে সংসদে পাঠানো হবে, সে নিয়ে শুরু হয়েছে জল্পনাকল্পনা।

এর আগে, পানামা পেপারস কেলেঙ্কারির দায়ে দায়ে নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করে সুপ্রিমকোর্ট । রায়ের পরপরই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি।

এদিকে দেশটির জাতীয় নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের এ রায়ের ফলে বিপাকে পড়তে হবে দলটিকে।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত