ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

ভারতে মিগ ২১ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০১৮, ১৫:৪৪  
আপডেট :
 ১৮ জুলাই ২০১৮, ১৫:৫৪

ভারতে মিগ ২১ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত
বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ। ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ ২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার হিমাচল প্রদেশের কাঙ্গরা জেলায় দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। খবর- হিন্দুস্তান টাইমস এর।

দুর্ঘটনায় বিমানটির চালক নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা সন্তোষ পাটিয়াল।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিমানটি পাঠানকোট বিমান ঘাঁটি থেকে একটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করেছিল। স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে সেটি পাট্টা জাত্তিয়ান গ্রামের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়।

ইতোমধ্যে উদ্ধারকাজের জন্য দু’টি আইএএফ হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।

উল্লেখ্য, গত দুই মাস আগেও ভারতের জম্মু ও কাশ্মীরে একটি মিগ ২১ বিমান বিধ্বস্ত হয়েছিল।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত