ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

'তুরস্ক চুপ থাকবে না'

'তুরস্ক চুপ থাকবে না'

সিরিয়ায় মানুষের জানমালের ক্ষয়ক্ষতি সহ্য করবেনা তুরস্ক। ইরানে ত্রিপক্ষীয় সম্মেলনের পর টুইট বার্তায় এমনটি জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। খবর আল জাজিরার।

শুক্রবারের সম্মলনের পর কয়েকটি টুইট বার্তায় এরদোয়ান বলেন, ইদলিবে সন্ত্রাসীদের দমন করতে গিয়ে অনেক সাধারণ মানুষের ক্ষতি করা হবে। সরকারের স্বার্থের জন্য সিরিয়ায় আরও দশ হাজার সাধারণ মানুষকে সেখানে হত্যা করতে দেখে বিশ্ববাসী চুপ থাকতে পারে কিন্তু তুরস্ক চুপ করে সেটি দাঁড়িয়ে দেখবেনা এবং ওই জঘন্য কাজে অংশগ্রহণ করবেনা।

ওই টুইট বার্তায় আবারো তিনি সিরিয়া যুদ্ধের স্থায়ী সমাধানের ইচ্ছা পোষণ করেন এবং তার দেশে আশ্রয়ে থাকা সিরিয়ান শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসনের কথা জানান।

উল্লেখ্য, সিরিয়া যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে শুক্রবার ইরানের তেহরানে একটি ত্রিপক্ষীয় সম্মেলন হয়। সেখানে তুরস্ক অস্ত্রবিরতির কথা বললেও ইরান এবং রাশিয়া তুরস্কের সাথে দ্বিমত পোষণ করে। ওই ত্রিপক্ষীয় সম্মেলনের পরপরই সিরিয়ায় আবার হামলা শুরু করে রাশিয়া।

বাংলাদেশ জার্নাল/এআর

  • সর্বশেষ
  • পঠিত