ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

‘অনেক বেশি চাপের মুখে গণতন্ত্র’

‘অনেক বেশি চাপের মুখে গণতন্ত্র’

বিগত শতাব্দীর যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি চাপের মুখে রয়েছে গণতন্ত্র। ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা বলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তার ভাষায়, ‘এই দিনে আমাদের উচিত গণতন্ত্রকে শক্তিশালী করতে সম্ভাব্য উপায় এবং যে পদ্ধতিগত চ্যালেঞ্জগুলো গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সেগুলোর সমাধান অনুসন্ধান করা।’

তিনি গণতন্ত্রকে আরও উদ্ভাবনী ও ক্রিয়াশীল করার জন্য অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য মোকাবিলা, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে রাজনৈতিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা এবং নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলার ওপর জোর দেয়ার আহ্বান জানান।

জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের এই বিশেষ দিনে গণতন্ত্রের ভবিষ্যত রক্ষায় সবাইকে এক সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করারও আহ্বান জানিয়েছেন।

সূত্র: ইন্টারনেট

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত