ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

চীনের ওপর ট্রাম্পের নতুন শুল্ক আরোপ

চীনের ওপর ট্রাম্পের নতুন শুল্ক আরোপ
ফাইল ছবি

চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধে নতুন করে ঘি ঢাললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র আরো ২০ হাজার কোটি ডলার মূল্যের প্রায় ছয় হাজার চীনা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করতে চলেছে। বেইজিংয়ের ওপর যুক্তরাষ্ট্রের এটিই সবচেয়ে বড় ধরনের শুল্ক আরোপের ঘটনা।

আগামী ২৪ সেপ্টেম্বর নাগাদ নতুন এ শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

যেসব চীনা পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হবে সেহগুলোর মধ্যে হাতব্যাগ, চাল ও টেক্সটাইল পণ্য অন্যতম। এছাড়া হাতঘড়ি ও উঁচু চেয়ারের মত পণ্যের ওপরও শুল্ক আরোপ করা হবে বলেও ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র বলছে, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে এই নতুন শুল্ক আরোপের বিষয়টি কার্যকর করা হবে। প্রথম পর্যায়ে পণ্যগুলোর ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। আগামী বছরের শুরু থেকে তা বেড়ে ২৫ শতাংশে গিয়ে দাঁড়াবে। এ নিয়ে দুই দেশ নতুন কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত এ শুল্ক বহাল থাকবে।

এর আগে চীন মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের অঙ্গীকার করেছিল। জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে সতর্ক করে দিয়ে বলেন, পাল্টা ব্যবস্থা নিলে যুক্তরাষ্ট্রও অবিলম্বে তৃতীয় অধ্যায়ের ব্যবস্থা নিতে শুরু করবে। এর অর্থ হলো চীনা পণ্যের ওপর আরও ২৬ হাজার ৭শ কোটি ডলার শুল্ক আরোপ করা হবে।

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত