ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

আর দাঁতে লাগবে না লিপস্টিক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৫  
আপডেট :
 ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৬

আর দাঁতে লাগবে না লিপস্টিক

নারীদের ফ্যাশনের অংশ লিপস্টিক। একটি স্মার্ট লুকের সাথে সুন্দর লিপস্টিক না দিলে একেবারেই মানায় না। কিন্তু তা দাঁতে লেগে গেলে হয় বিড়ম্বনা। যদিও কিছু কৌশল মেনে চললে রক্ষা পাওয়া সম্ভব।

দাঁতে লিপস্টিক লেগে যাওয়া থেকে বাঁচতে সবচেয়ে সহজ উপায় হলো লিকুইড ম্যাট লিপস্টিক ব্যবহার করা। কারণ এগুলো ট্রান্সফারপ্রুফ এবং দীর্ঘ স্থায়ী হয়। যার ফলে দাঁতে লেগে যাওয়ার ভয় থাকে না।

একটি টিস্যু দিয়ে দাঁতের কাছের ঠোঁটের অংশে লিপস্টিক মুছে নিন। এতে ক্রিমি লিপস্টিক হলেও তা ছড়িয়ে গিয়ে দাঁতে লেগে যাবে না।

যদি ক্রিমি ধরনের লিপস্টিক ব্যবহার করে থাকেন তবে তা এক লেয়ার ব্যবহার করাই ভাল। অতিরিক্ত লেয়ারিং লিপস্টিক ছড়িয়ে যেতে পারে।

বাজারে লিপ লক লিকুইড কিনতে পাওয়া যায়। লিপস্টিকের উপরে এই লিপ লক লাগিয়ে নিলে লিপস্টিক আর ট্রান্সফার হয়ে গিয়ে দাঁতে লাগার চিন্তা থাকে না।

লিপস্টিক লাগানোর জন্য সবচেয়ে ভাল হলো লিপ ব্রাশ ব্যবহার করা। এতে করে লিপস্টিক সমানভাবে এবং মসৃণ ভাবে ঠোঁটে ব্যবহার করা যায় আর দাঁতে লাগে না।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত