ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

রূপার গহনা থাক চকচকে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০১৮, ১২:২০

রূপার গহনা থাক চকচকে

পোশাক এবং সাজের সাথে ফ্যাশন ও গ্ল্যামার যোগ করতে ইদানিং সোনা অথবা পাথরের চেয়ে রূপার গহনাই ব্যবহার করছেন নারীরা। যেকোনো উপলক্ষে রূপার গহনা একটি ভিন্নধর্মী লুক এনে দেয়। যা অন্যান্য দামি ধাতুর গহনার চেয়ে কোন অংশেই কম যায় না।

কিন্তু রূপার একটি সমস্যা কিছুদিন পর তাতে লালচে অথবা কালচে ভাব চলে আসে। তবে জেনে নিন কিছু সহজ উপায়ে যাতে করে রূপার গহনায় চকচকে ভাব ফিরিয়ে আনাতে পারবেন।

রূপার গহনার চমক ফিরিয়ে আনতে তেঁতুল এর জুড়ি নেই! সারা রাত তেঁতুল পানিতে ভিজিয়ে রেখে পানি বের করে নিতে হবে। তারপর ঐ পানিতে ২৪ ঘণ্টা গহনা ভিজিয়ে রাখুন। এরপর নরম সুতির কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করুন। তেতুলের এসিড রূপার উপরের জং কে নরম করে ফেলে।

১ কাপ পরিমান পানিতে ২ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে রূপার গহনাটি ভিজিয়ে রাখতে পারেন ২৪ ঘণ্টা। তারপর পুরানো ব্রাশ দিয়ে ভালভাবে পরিষ্কার করে নিন।

বায়ুনিরোধক পাত্রে (এয়ার টাইট বয়ামে) রাখলে অনেক দিন ভাল থাকবে গহনা। সহজে কালো হয়ে যাবে না।

বাজারে এখন সিলভার রিমুভার পলিশ কিনতে পাওয়া যায় যা দিয়ে কিছুক্ষণ ঘষা মাজা করলেই দাগ উঠে যায়।

গরম পানিতে ভিজিয়ে রেখে পুরনো টুথব্রাশ ও টুথপেস্ট এর সাহায্যে সহজেই রূপার দাগ উঠিয়ে ফেলা যায়।

অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে তাতে এক টেবিল চামচ বেকিং সোডা ও এক টেবিল চামচ লবণ নিন।

তারপর পাত্রে কিছু হালকা গরম পানি ঢালুন। লবণ ও সোডা পানিতে ঠিকমত গুলে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন।

এরপর মিশ্রণটিতে রূপার গয়না দিয়ে ১-২ মিনিট অপেক্ষা করুন। কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্রাশ দিয়ে একটু ঘষে নিতে পারেন।

ছবিঃ কন্যা

আরএ

  • সর্বশেষ
  • পঠিত