ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

খাবার টেবিলে রাশিয়ান স্যালাদ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০১৮, ১৭:৩৫

খাবার টেবিলে রাশিয়ান স্যালাদ

যে কোনো খাবারের সাথে স্যালাদ থাকাটাই স্বাভাবিক। কিন্তু সাধারণ স্যালাদ কেন? তৈরি করুন ভিন্ন স্বাদের রাশিয়ান স্যালাদ।

উপকরণ ১:

মেয়োনিজ ১ কাপ (চাইলে ভেজিটেবলস মেয়োনিজ দিতে পারেন), ক্রিম ১/২ কাপ, গোল মরিচের গুড়ো ১ চা চামচ বা ইচ্ছেমত, চিনি ২ টেবিল চামচ বা স্বাদমত, লবণ স্বাদমত।

উপরের সব উপকরণ ভাল মত মিশিয়ে নিতে হবে।

উপকরণ ২: আলু কিউব ২ কাপ ( সিদ্ধ করে নেয়া), গাজর কিউব ১ কাপ ( সিদ্ধ করে নেয়া), মটরশুটি ১ কাপ ( সিদ্ধ করে নেয়া), আপেল কুঁচি ১ কাপ, আনারস, আঙ্গুর, কলা (কিউব করে কাটা) ইচ্ছেমত, ডিম সিদ্ধ কিউব ২টি।

প্রণালি

একটি বড় বাটিতে উপরের সব উপকরণ ২ মিশিয়ে নিন। এখন উপকরণ ১ দিয়ে বানানো ক্রিম এর সাথে মিশিয়ে নিন। এবার পরিবেশনের পাত্রে ঢেলে ১ ঘণ্টা ফ্রিজে রেখে খাবার টেবিলে পরিবেশন করুন।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত