ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

ফেইক মিডিয়ার জন্য ট্রাম্পের ‘পুরস্কার’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৮, ১৬:৫৯  
আপডেট :
 ০৩ জানুয়ারি ২০১৮, ১৭:০৪

ফেইক মিডিয়ার জন্য ট্রাম্পের ‘পুরস্কার’

ক্ষমতায় আসার পর পরই যুক্তরাষ্ট্রের মূল ধারার সংবাদমাধ্যমগুলোর সমালোচনায় সরব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এবার তিনি ঘোষণা দিয়েছেন ‘ফেইক’ মিডিয়াগুলোকে আনুষ্ঠানিক ‘স্বীকৃতি’ দেয়ার।

মঙ্গলবার এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানান, আগামী সোমবার ৫টায় তিনি এ বছরের ‘মোস্ট ডিজঅনেস্ট অ্যান্ড করাপ্ট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা করবেন।

এই পুরস্কারের মধ্যে সংবাদমাধ্যমগুলোর ‘অসততা এবং বাজে সাংবাদিকতার’ বিষয়গুলো উল্লেখ থাকবে বলে জানান ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক ম্যাগাজিন পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়, গণমাধ্যম নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন নজিরবিহীন কাণ্ড ঠিক কীভাবে ঘটতে পারে তা এখনও স্পষ্ট নয়।

তবে গত নভেম্বরেও তিনি বলেছিলেন, তার কাজ নিয়ে সংবাদমাধ্যমগুলো যেরকম ‘বিকৃত’ প্রতিবেদন ছাপছে, সেজন্য তাদের ‘ফেইক নিউজ ট্রফি’ দেয়ার বিষয়টি মাথায় আছে তার।

সে সময় আরেক টুইটে তিনি লিখেছিলেন, ফক্স বাদ দিয়ে সিএনএনসহ টিভি নেটওয়ার্কগুলোর মধ্যে কারা সবচেয়ে অসৎ, দুর্নীতিগ্রস্ত- তা নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।

গতবছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর থেকেই তীব্র ভাষায় সংবাদ মাধ্যমগুলোর ওপর আক্রমণ করে আসছেন ট্রাম্প।

তার প্রশাসনের বিরুদ্ধে যায়- বরাবরই এমন সব খবর তিনি ‘ফেইক নিউজ’ বলে উড়িয়ে দিয়ে আসছেন ট্রাম্প।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত