ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

ত্রিদেশীয় সিরিজ নিয়ে টাইগারদের চিন্তা-ভাবনা

ত্রিদেশীয় সিরিজ নিয়ে টাইগারদের চিন্তা-ভাবনা

জানুয়ারিতে ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুতে আশার আলো দেখালেও শিরোপা জয়ের স্বপ্ন পুরন করতে পারেনি বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজেও বাজেভাবে হারে টাইগাররা। এদিকে আর কদিন পরই শ্রীলঙ্কায় শুরু হবে বাংলাদেশ, ভারত ও স্বাগতিক দলের অংশগ্রহণে ত্রিদেশীয় টি-২০ সিরিজ নিদাহাস ট্রফি ২০১৮।

প্রতিপক্ষ হিসেবে বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে লঙ্কানরা, ভারত অবিশ্বাস্য। অপরদিকে চলতি বছর খুব একটা সুবিধা করতে পারেনি টাইগাররা। সিরিজের শুরুর দিকে থাকছেনা টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও।

আগামী ৬ মার্চ শুরু হতে যাওয়া নিদাহাস ট্রফি নিয়ে টাইগারদের পরিকল্পনা প্রসঙ্গে সৌম্য সরকার বলেন, ‘একেক দলের জন্য একেক রকম পরিকল্পনা থাকবে। মাঠে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। প্রত্যেকটি দলই আলাদা। তাই সবকিছু সেভাবেই ঠিক করা হবে।’

তিনি বলেন, ‘সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ১৯০ প্লাস রান করেছি। ওই ম্যাচে শেষের দিকের ব্যাটসম্যানরা ভালো খেলতে পারেনি। আশা করি, সামনের সিরিজে আমরা যদি ভালো শুরু করতে পারি, মিডল অর্ডার ব্যাটসম্যানরাও ভালো খেলে, বিগ হিটাররা ঝড়ু ইনিংস খেলতে পারে তাহলে আমরা ২০০ বা তার বেশি রানের ইনিংস খেলতে পারব। সেটি প্রথমে ব্যাট করে হোক বা পরে ব্যাট করে হোক।’

শুক্রবার অনুশীলনের সময় এই বাঁহাতি ওপেনার বলেন, ‘আমরা যদি আগে থেকেই আমাদের দুর্বল ভেবে বসে থাকি তাহলে আমরা খেলতে নামার আগেই পিছিয়ে থাকব। মাঠে ভালো খেলতে পারলে আশা করি আমরা জিতব। কোন দলের অবস্থান কোথায় সেটা চিন্তা না করে আমরা আমাদের কাজগুলো যাতে ঠিকঠাক করতে পারি সেটা নিয়েই ভাবছি। ঠিক সময়ে যারা ঠিক সিদ্ধান্ত নিবে, ভালো খেলবে জয় তাদেরই আসবে।’

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত