ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

রাশিয়া বিশ্বকাপ

বর্ণবাদ ঠেকাতে কঠোর অবস্থানে রেফারিরা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ জুন ২০১৮, ১৫:৫১

বর্ণবাদ ঠেকাতে কঠোর অবস্থানে রেফারিরা

রাশিয়া বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র ৭ দিন। এর মধ্যেই প্রস্তুতির শেষ প্রান্তে অংশগ্রহণকারী দেশগুলো। প্রস্ততি নিচ্ছে আয়োজক দেশ রাশিয়াও। এবার বর্ণবাদ রুখতে জোড়ালো ভূমিকা পালন করবে রাশিয়া। বর্ণবাদের প্রতিকারে ঘোষণা দিয়েছেন করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেখানে বিশ্বকাপে বর্ণবাদী কাণ্ডে ম্যাচ বাতিল করার এখতিয়ারও থাকছে রেফারিদের হাতে।

গত মাসে সেইন্ট পিটার্সবার্গে একটি প্রীতি ম্যাচে ফ্রান্সের খেলোয়াড়দের এমন আচরণের শিকার হতে হয়েছে ভক্তদের কাছ থেকে। সেজন্য ফিফা রাশিয়ান ফুটবল ইউনিয়নকে সাড়ে ৩৮ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে।

ইনফান্তিনো জানিয়েছেন ফিফা এই বিষয়টি নিয়ে খুবই কঠোর, 'আমি বলব না আমরা বৈষম্য, মানবাধিকার এবং নিরাপত্তা নিয়ে চিন্তিত। বরং এগুলো খুবই কঠোরভাবে নিচ্ছি। প্রস্তুতিপর্বে আমরা এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।'

ফিফা সভাপতি আরো বলেন, 'আমাদের একটা পরিস্কার পদ্ধতি আছে। বৈষম্যের ঘটনায় তিন ধাপের একটি প্রক্রিয়ার মাধ্যমে রেফারি ম্যাচ থামানো, বিলম্বিত করা এমনকি বাতিলও করতে পারবেন।'

  • সর্বশেষ
  • পঠিত