ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

সৌরভ-শচীন-লক্ষ্মণকে সরিয়ে দিচ্ছে ভারত!

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ আগস্ট ২০১৮, ১৩:৫৭

সৌরভ-শচীন-লক্ষ্মণকে সরিয়ে দিচ্ছে ভারত!

ভারতীয় ক্রিকেটের উপদেষ্টা কমিটির তিন সদস্য শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী এবং ভিভিএস লক্ষণ। তাদের নেতৃত্বেই ২০১৬ সালে অনিল কুম্বলেকে কোচ নির্বাচন করা হয়। পরবর্তী ক্ষেত্রে ২০১৭ সালে কোচ নির্বাচিত হন রবি শাস্ত্রী। সেই উপদেষ্টা কমিটিতে আর থাকবেন না এই তিন মহারথী। কারণ ব্যক্তিগত স্বার্থের সংঘাত।

সৌরভ গাঙ্গুলী এই মুহূর্তে সিএবির প্রেসিডেন্ট। অন্যদিকে লক্ষণ আইপিএলে হায়দরাবাদ দলের মেন্টর। এবং টেন্ডুলকারের পক্ষেও তা আর সম্ভব হবে না। কারণ তার ছেলে অর্জুন অনূর্ধ্ব ২০ জাতীয় দলের সদস্য। যদি কেউ জাতীয় দলে ঢোকার লড়াইতে থাকেন, তাহলে নিয়ম অনুযায়ী তার পরিবারের কেউ বোর্ডের কোনো কমিটিতে থাকতে পারবেন না ।

বর্তমানে সৌরভ, টেন্ডুলকার এবং লক্ষণ এই দায়িত্বের জন্য পারিশ্রমিক নেন না। তবে শোনা যাচ্ছে আগামী দিন থেকে এর জন্য জন্য বেতন দেওয়া হবে।

  • সর্বশেষ
  • পঠিত