ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

৪ হাজার কেজি ভারতীয় নিম্নমানের চা পাতাসহ আটক ২

  হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২০, ০০:১৪

৪ হাজার কেজি ভারতীয় নিম্নমানের চা পাতাসহ আটক ২

হবিগঞ্জের চুনারুঘাটে ৩ হাজার ৯১৩ কেজি ভারতীয় নিম্নমানের চা পাতা জব্দ করেছে সিআইডি। এ সময় দুটি পিকআপ ভ্যানসহ দুইজনকে আটক করা হয়।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা সিআইডি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলা দক্ষিণ দেওরগাছ গ্রামের মো. রতন মিয়া (১৮) ও একই উপজেলার কালিসিঁড়ি গ্রামের আলী হোসেনের ছেলে তাহের মিয়া (২২)। তারা দুজনেই পিকআপ চালক। তবে এ সময় মূল পাচারকারীরা পালিয়ে যায়।

প্রেস ব্রিফিংয়ে সিআইডির পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার ভোররাতে সাতছড়ি জাতীয় উদ্যান এলাকা থেকে দুটি পিকআপ চাঁনপুর বাগান দিয়ে যাচ্ছিল। এ সময় সিআইডি পুলিশ পিকআপ দুটি আটক করে চোরাই চা পাতা পায়। পরে গাড়ির দুই চালককে আটক করলেও পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত চা পাতার বাজার মূল্য ১১ লাখ ৭৩ হাজার ৯শ’ টাকা বলে জানায় সিআইডি।

এ ব্যাপারে সিআইডি পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত