ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

নতুন শিক্ষাবোর্ডের অধীনে এবার প্রথম এসএসসি পরীক্ষা

  মো: মঈন উদ্দিন রায়হান :

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২০, ১৬:২০  
আপডেট :
 ২১ জানুয়ারি ২০২০, ১৭:০১

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে এবার প্রথম এসএসসি পরীক্ষা

সারা দেশে একযোগে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। ময়মনসিংহ শিক্ষার্বোডের অধীনে প্রথমবারের অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা।

ময়মনসিংহ শিক্ষার্বোডের অধীনে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি পরীক্ষায় ১ লক্ষ ২৫ হাজার ৬ শত ৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে। পরীক্ষার্থীদের মাঝে ৬৬ হাজার ৫শত ৭১ জন ছাত্র এবং ৬১ হাজার ৩৫ জন ছাত্রী রয়েছে। বোর্ডের অধীনে মোট একশত একত্রিশ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পরীক্ষা সফল করার লক্ষ্যে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শিক্ষার্বোডের চেয়ারম্যান গাজী হাসান কামাল জানান, লোকবল সংঙ্কট থাকা সত্ত্বেও ইতিপূর্বে জেএসসি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছি। আসন্ন এসএসসি পরীক্ষাও সফল করতে ইতোমধ্যে পরীক্ষা কেন্দ্র সচিবদের সাথে মতবিনিমিয় সভা করাসহ সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত