ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

গরম ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৬  
আপডেট :
 ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০০

দিনে বৃষ্টি, রাতে গরম পড়বে

আগামী দুই-একদিনের মধ‌্যে রাতের তাপমাত্রা বাড়ার সাথে সাথে দিনের বেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, শনিবার থেকে দেশের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটি দিনের তাপ কমাবে।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তর থেকে এতথ্য জানা গেছে।

আরো পড়ুন: ২ দফা দাবিতে হঠাৎ রাজপথে শিক্ষকরা

জানা গেছে, রংপুর বিভাগসহ পাবনা ও শ্রীমঙ্গল অঞ্চলের উপর দিয়ে মৃদু ও মাঝারি ধরণের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এগুলো ক্রমান্বয়ে প্রশমিত হয়ে যাবে। পাশাপাশি দিনের তাপমাত্রা কমবে ও রাতের তাপমাত্রা ‍বাড়বে। আর এভাবে রাতে তাপ বৃদ্ধি আর দিনে বৃষ্টির কারণে দিনে তাপ কমার মধ‌্য দিয়ে প্রকৃতিতে আসবে বসন্ত ঋতু।

আরো পড়ুন: ৮ দফা দাবিতে রাজপথে সরকারি চাকরিজীবীরা

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আজকের মতো আগামীকাল (শনিবার) আকাশ মেঘলা থাকবে। ঢাকা, বরিশাল ও খুলনার কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। যেহেতু রাতের তাপমাত্রা বাড়ছে সেহেতু শৈত্যপ্রবাহ প্রশমিত হয়ে যাবে।

আরো পড়ুন: ২৭৩০ এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন কবে, জানালেন শিক্ষামন্ত্রী

এছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানান তিনি।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত