ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

করোনার পরীক্ষা করাতে রমেকে ভর্তি চীনা নাগরিক

  রংপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৭

করোনার পরীক্ষা করাতে রমেকে ভর্তি চীনা নাগরিক
ফাইল ছবি

জ্বর, সর্দি ও বুকে ব্যথা নিয়ে করোনা আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে এক চীনা নাগরিক ভর্তি হয়েছেন।

জিংজং (২৯) নামের ওই নাগরিক ভর্তির তথ্য রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিশ্চিত করেছেন রমেক হাসপাতালের আইসোলেশন বিভাগের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির।

তিনি জানান, চীনা ওই নাগরিক জ্বর, সর্দি ও ব্যথায় অসুস্থ হয়ে পড়লে রোববার দুপুরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বর্তমানে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের করোনা ইউনিটে রাখা হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি জিংজং চীন থেকে বাংলাদেশে আসেন। তিনি নীলফামারীর উত্তরা ইপিজেডে চাইনিজ একটি কোম্পানিতে কর্মরত।

এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. রোস্তম আলী জানান, জিংজংকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) লোকজন এসে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যাবেন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত