ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

হঠাৎ ঘন কুয়াশার চাদরে লাকসাম

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ০৯:০০

হঠাৎ ঘন কুয়াশার চাদরে লাকসাম

এখন যে চৈত্র মাস, দেখে বুঝার উপায় নেই। প্রচণ্ড ঘন কুয়াশায় ঢেকে গেছে প্রকৃতি। ঠিক যেন পৌষ-মাঘ মাসের মতো ঘন কুয়াশা। শনিবার সকাল ৬টা ৫৫ মিনিটেও লাকসামে সূর্যের দেখা মিলেনি। বেলা যত বাড়ছে কুয়াশা যেন আরো ঘনিভূত হয়ে ধেয়ে এসে প্রকৃতিকে ঘিরে ফেলছে।

চৈত্রের খরতাপে দিনে প্রচণ্ড গরম। আবার মধ্যরাতে ঠান্ডা। ভোরে কুয়াশা। ফলে রোগ-ব্যাধিও অনেকটা বেড়েছে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের ক্ষেত্রে এর প্রভাব বেশি পড়ছে।

এরমধ্যে আবার ঠান্ডা গরমে মিলে জ্বর-সর্দি, হাঁচি-কাশি হয়। তারওপর সারাদেশে করোনার প্রকোপ। এগুলো না কি আবার করোনার লক্ষণ। এই চিন্তায় মানুষ এখন দিশেহারা।

স্থানীয়রা বলছেন, আমার বয়সে চৈত্র মাসে এমন ঘন কুয়াশা কখনো দেখিনি। মনে হয় আমাদের দেশের ঋতুই যেন পাল্টে যাচ্ছে। যেন আজব এক প্রকৃতি!

  • সর্বশেষ
  • পঠিত