ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

করোনা চিকিৎসায় ময়মনসিংহে আইসিইউ ওয়ার্ড

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ১৬:৩৬

করোনা চিকিৎসায় ময়মনসিংহে আইসিইউ ওয়ার্ড

ময়মনসিংহে করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসার জন্য ৫ বেডের ইনসেনটিভ কেয়ার ইউনিট আইসিইউ ওয়ার্ড স্থাপন করা হচ্ছে। সূর্য্যকান্ত এসকে হাসপাতালের টিবি ব্লকের ভবনে আইসিইউ ওয়ার্ডের কাজ শুরু করেছে গণপূর্ত অধিদপ্তর।

বৃহস্পতিবার থেকেই গণপূর্ত বিভাগের নেতৃত্বে কাজ শুরু করা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম এই তথ্য নিশ্চিত করে জানান, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে আগাম প্রস্তুতি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বেডের আইসিইউ ওয়ার্ড স্থাপন করা হচ্ছে।

আগামী সপ্তাহের মধ্যেই কাজ শেষ হবে- এমনটা দাবি করে তিনি আরও জানান, আইসিইউ ওয়ার্ডের সাথেই চিকিৎসক ও নার্সদের জন্য আলাদা কর্ণার করা হচ্ছে। আগামী দু'য়েক দিনের মধ্যেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে আইসিইউ- এর সকল সরঞ্জাম চলে আসবে।

সিভিল সার্জন আরও জানান, করোনাভাইরাস সন্দেহজনক কাউকে পাওয়া গেলে ওই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হবে। এ জন্য ১২০ বেডের ওয়ার্ডের ব্যবস্থাও রাখা আছে জানান।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত ৯৭ জনসহ হোম কোয়ারেন্টাইনে আছে ৩৯৪ জন। এছাড়া ১৪ দিন সফলভাবে হোম কোয়ারেন্টাইন শেষে ৪৪১ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত