ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

চাঁদপুরে ১০ জনের নমুনা সংগ্রহ

  চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২০, ১৬:৪১

চাঁদপুরে ১০ জনের নমুনা সংগ্রহ
প্রতীকী ছবি

চাঁদপুরে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগ্রহ করা নমুনাগুলো ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চাঁদপুর জেলার পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনাগুলো ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

সূত্র আরও জানায়, বর্তমানে জেলায় বিদেশফেরত ৩২ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন ১২ জন। নতুন করে আর কেউ বিদেশ থেকে দেশে ফেরেনি। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ২১৪৩ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন। আর আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৩ জন।

জেলা সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্যাহ জানান, চাঁদপুরে করোনা সন্দেহে গেলো ২৪ ঘণ্টায় ১০ জনের নমুনা সংগ্রহ করে কুমিল্লা হয়ে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বলা যাবে তাদের করোনাভাইরাস পজেটিব কি-না।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত