ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

  সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ০৩ জুন ২০২০, ১৩:৩১

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বুধবার সকালে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

তিনি বলেন, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে শহরবাসীকে সচেতনতার সঙ্গে এগিয়ে আসতে হবে। এসময় সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের খালও পরিষ্কার করা হয়।

জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে শুরু হওয়া এই অভিযান উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শফিক উদ্দৌলা সাগর, জোৎস্না প্রমূখ।

এ সময় এমপি রবি ডেঙ্গু ও করোনা প্রতিরোধে শহরবাসীকে সচেতনতার সঙ্গে এগিয়ে আসার আহবান জানান।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত