ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

২৬ শ্রমিক নিয়ে পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৫

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ জুন ২০২০, ১৫:২১

২৬ শ্রমিক নিয়ে পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৫

ফরিদপুরের সদরপুর উপজেলার ২৬ জন শ্রমিক নিয়ে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ২১ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন ৫ জন। শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজরা হলেন- চুয়াডাঙ্গার মো. শাহাবুর (৩৫), শিলন মিয়া (৩৮), আব্দুর রাজ্জাক হোসেন (৪০), সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাছের খার ডাঙ্গী গ্রামের মো. সহিদ (১৬) ও রুবেল হোসেন (২৭)।

তথ্য মতে, সকাল সাড়ে ৭টার দিকে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী পদ্মা নদীর ঘাট থেকে ছোট ইঞ্জিনচালিত একটি নৌকায় বাদাম তোলার জন্য ২৬ জন শ্রমিক চরনাছিরপুর চরে যাচ্ছিলেন। পদ্মা নদীর মাঝ পথে গিয়ে হঠাৎ বাতাস উঠলে নৌকাটি ডুবে যায়। ২৬ জনের মধ্যে ২১ জন সাঁতরে নদী পাড় হয়ে ঘাটে এলেও এখনও ৫ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

২৬ জনের মধ্যে চুয়াডাঙ্গার ৬ জন এবং ২০ জন চরনাছিরপুর ও ঢেউখালী ইউনিয়নের বাসিন্দা। শ্রমিকরা বাদাম তোলার জন্য চরনাছিরপুর চরে যাচ্ছিল। এ ঘটনায় নৌকার মালিক লালন ফকিরকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • পঠিত