ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

মন্ত্রিসভার বৈঠক সোমবার সংসদ ভবনে বসবে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুন ২০২০, ১৭:৩৩

মন্ত্রিসভার বৈঠক সোমবার সংসদ ভবনে বসবে
ফাইল ছবি

এক মাস পর সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে বসছে জাতীয় সংসদ ভবনে। এদিন দুপুর ১২টায় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব (মন্ত্রিসভা অধিশাখা) মো. রাহাত আনোয়ার জানান।

তিনি গণমাধ্যমকে বলেন, সীমিত সংখ্যক সদস্যকে নিয়ে দূরত্ব রেখে বসার ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে এই বৈঠক হবে।

মহামারীর বিস্তার রোধে সরকার গত ২৬ মার্চ থেকে ‘সাধারণ ছুটি’ ঘোষণার পর ৬ এপ্রিল মন্ত্রিসভার বৈঠক হয়েছিল।

এরপর গত ৭ মে গণভবনে সীমিত পরিসরে মন্ত্রিসভার বৈঠক হয়; প্রধানমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট মাত্র তিনজন মন্ত্রী তাতে অংশ নেন। তখনও দূরত্ব রেখে বসার ব্যবস্থা হয়েছিল, সবার মুখে ছিল মাস্ক।

সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। সোমবার বাদে অন্য যে কোনো দিন বৈঠকে বসতে পারে মন্ত্রিসভা। তবে প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলে মন্ত্রিসভার বৈঠক হয় না। এছাড়া প্রধানমন্ত্রী চাইলে যে কোনো সময় মন্ত্রিসভার বিশেষ বৈঠক আহ্বান করতে পারেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত