ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

আল্লামা শফির মৃত্যুর খবরটি সঠিক নয়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ জুন ২০২০, ০০:০২

আল্লামা শফির মৃত্যুর খবরটি সঠিক নয়

হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী আল-জামিয়াতুল দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন।

রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে পরে আইসিইউতে স্থানান্তর করা হয়।

এদিকে সোমবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আল্লামা শফির মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। তবে তার মৃত্যু হয়েছে বলে যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের অন্যতম শীর্ষ নেতা ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

তিনি জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি শারিরীক অবস্থা আগের চেয়ে ভালো। আলহামদুলিল্লাহ।

‘অমঙ্গলকামী গুজবীদের গুজবে কান দিবেন না। মিথ্যাবাদীদের মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। আমার বিনম্র অনুরোধ, আপনারা শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ শাফীর শাহী দরবারে কায়মনোবাক্যে দোয়া করুন।’

  • সর্বশেষ
  • পঠিত