ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২০, ১৭:৪৩

ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেসনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণসহ ৭ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মাওলানা বশির উল্লাহ আতাহারী। বক্তৃতা করেন মোসাদ্দেক বিল্লাহ সাইফী, মহিউদ্দীন খান, মাহবুবুুর রহমাান ও আব্দুস ছবুরসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় ইবতেদায়ী ৫ম শ্রেণির শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সরকারের সকল কাজে অংশগ্রহণ করে। অথচ মাস শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ২২-৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পায়। কিন্তু ইবতেদায়ী মাদরাসার শিক্ষকগণ তেমন কোন বেতন-ভাতা পায় না, তবুও তারা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় শিক্ষকতা চালিয়ে যাচ্ছেন। বক্তারা এ বৈষম্য দূর করে শিক্ষা জাতীয়করণসহ ৭ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ একই দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট প্রেরণ করেন।

দাবিগুলো হচ্ছে, ১) প্রাইমারীর ন্যায় সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের ঘোষণা। ২) কোডবিহীন মাদরাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ। ৩) স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা নীতিমালা- ২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক একজনের পরিবর্তে এইচএসসি পাশ একজন অন্তর্ভুক্ত করণ। ৪) প্রাইমারী ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় অফিস সহায়ক নিয়োগ। ৫) প্রাইমারীর ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদেরকে পিটিআই ট্রেনিং এর ব্যবস্থা করণ। ৬) প্রাইমারীর ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় আসবাপত্রসহ ভবন নির্মাণ। ৭) প্রাইমারীর ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থাকরণ।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত