ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

গণস্বাস্থ্যের গবেষণার উইংয়ে কাজ করবেন ডা. আব্দুল্লাহ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২০, ২১:৪৫

গণস্বাস্থ্যের গবেষণার উইংয়ে কাজ করবেন ডা. আব্দুল্লাহ

গণস্বাস্থ্যের চিকিৎসা গবেষণার উইংয়ের মূল দায়িত্বে কাজ করার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ।

শুক্রবার সকাল ১১টায় ডা. এবিএম আব্দুল্লাহ গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে যান ডা. আব্দুল্লাহ। এসময় ডা. জাফরুল্লাহ চৌধুরী তাকে গণস্বাস্থ্যের চিকিৎসা গবেষণার উইংয়ের মূল দায়িত্বে নিয়ে কাজ করার জন্য প্রস্তাব করলে সাথে সাথেই ডা. আব্দুল্লাহ সম্মতি জ্ঞাপন করেন।

জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে জানানো হয়, এসময় ডা. আব্দুল্লাহ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক এবং চিকিৎসার খোঁজ খবর নেন।

এসময় গণস্বাস্থ্যের আইসিইউ প্রধান অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ ও আরবান পরিচালক অধ্যাপক ডা. শওকত আরামান উপস্থিত ছিলেন।

ডা. আরমান বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আব্দুল্লাহর সাথে কথা বলার সময় ডা. জাফরুল্লাহকে অনেক উজ্জীবিত দেখা যায়।

কেএস/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত