ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

বিয়ের আসর থেকে মা-ছেলে কারাগারে

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০৪ জুলাই ২০২০, ১৭:৪২

বিয়ের আসর থেকে মা-ছেলে কারাগারে

বরিশালের আগৈলঝাড়ার উপজেলায় বাল্যবিয়ের অপরাধে বর ও বরের মাসহ তিনজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম।

সাজাপ্রাপ্তরা হলেন, বর মৃদুল মল্লিক, তার মা স্বরসতী মল্লিক ও স্থানীয় মধুসুদন মল্লিকের ছেলে সুব্রত মল্লিক। বর ও তার মা উপজেলার রত্নাপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামের মৃত মৃত্যুঞ্জয় মল্লিকের ছেলে ও স্ত্রী।

আগৈলঝাড়া থানার এসআই সুশান্ত কুমার বলেন, শুক্রবার দিবাগত রাতে উপজেলার রত্নাপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামের মৃদুল মল্লিকের সাথে পাশের কালকিনি উপজেলার চরবাহাদুরপুর গ্রামের ৯ম শ্রেণির এক ছাত্রীর বিয়ের প্রস্তুতি চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেই এবং ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে আসি।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের শুক্রবার রাতেই বরসহ ওই তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের আদালতে হাজির করা হয়। পরে প্রত্যেককে ৬ মাস করে সাজা দেন বিচারক।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত