ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

জামালপুরের পানি কমার সাথে শুরু হয়েছে নদী ভাঙন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ জুলাই ২০২০, ০৭:২৫

জামালপুরের পানি কমার সাথে শুরু হয়েছে নদী ভাঙন

জামালপুরে যমুনার পানি আরও কমায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সোমবার বিকেল পর্যন্ত বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বন্যা দুর্গত বেশিরভাগ এলাকা থেকেই পানি নেমে গেছে।

তবে পানি কমতে শুরু করার সাথে সাথেই বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন।

রোববার রাতে দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী সড়কের মণ্ডলবাজার পশ্চিম কাজলা পাড়া এলাকায় পাকা সড়কের ২০ মিটার ভেঙে নদীগর্ভে বিলীণ হওয়ায় খোলাবাড়ীর সাথে দেওয়ানগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে এই পথে যাতায়াতকারী মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

ভাঙ্গন দেখা দিয়েছে কাজলা পাড়া গ্রামেও। অনেকেই বাড়িঘর সরিয়ে নিয়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। এদিকে ব্রহ্মপুত্রের পানি স্থিতিশীল থাকায় জামালপুর শহর সংলগ্ন ব্রহ্মপুত্রের চরাঞ্চলে এখনও পানিতে ডুবে আছে শতাধিক বাড়িঘর।

জামালপুর শহর রক্ষা বাধে আশ্রয় নিয়েছে জামালপুর ও শেরপুরের ব্রহ্মপুত্রের চরাঞ্চলের শতাধিক পরিবার। অনেকেই আবার ঘরের ভেতর উচুঁ মাচায় আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। ফলে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি দুর্গতদের।

  • সর্বশেষ
  • পঠিত