ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

কমছে পানি, বাড়ছে ভাঙন

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ০৯ জুলাই ২০২০, ১৪:১১

কমছে পানি, বাড়ছে ভাঙন

টাঙ্গাইলে বিভিন্ন নদ-নদীর পানি কমা অব্যাহত রয়েছে। এর ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। বুধবার থেকে যমুনা নদীসহ জেলার অন্যান্য ছোট-বড় নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানি কমলেও জেলার বিভিন্ন স্থানে ও ঘরবাড়ি নদী গর্ভে চলে যাচ্ছে। ইতিমধ্যেই অর্ধশতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। জেলায় ৬টি উপজেলায় ১ লাখ ৩২ হাজার ১৯১ জন পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়াও ৩ হাজার ৬৮৬ হেক্টর ফসলী জমি নিমজ্জিত হয়েছে।

জেলা প্রশাসনের জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্র জানায়, জেলার ৬টি উপজেলার ২৪টি ইউনিয়নের অন্তত ১৩৭টি গ্রাম প্লাবিত হয়েছে। অপরদিকে এলেঙ্গা পৌরসভা আংশিক এলাকা প্লাবিত হয়েছে।

অপরদিকে ৫৮৫টি ঘরবাড়ি সম্পূর্ণ নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়াও নাগরপুরে একটি স্কুল নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ১৬২ বর্গ কিলোমিটার প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত ৫২ কি.মি. আংশিক কাঁচা রাস্তা এবং ৭ কি.মি. আংশিক পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে জেলায় ৪০০ মে.টন জির চাল, নগদ ৮ লাখ টাকা বরাদ্দ দেয়া গেছে। এছাড়া ২ হাজার শুকনা প্যাকেটও বরাদ্দ পাওয়া গেছে। অপরদিকে শিশু খাদ্য ২ লাখ টাকা এবং গোখাদ্য ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত