ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

গোপালগঞ্জে নতুন করে ১৪ জন করোনায় আক্রান্ত

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৩ আগস্ট ২০২০, ১২:০১

গোপালগঞ্জে নতুন করে ১৪ জন করোনায় আক্রান্ত

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬৭৩ জনে।

সোমবার সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬ জন, কোটালীপাড়া উপজেলায় ৪ জন, মুকসুদপুর উপজেলায় ৩ জন ও কাশিয়ানী উপজেলায় ১ জন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরো জানান, জেলা থেকে মোট ৭ হাজার ৭০০ জনের নমুন সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে জেলায় ২৮ জনের মৃত্যু হয়েছে। আর একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন। বাকীদের মধ্যে ১ হাজার ১৯৭ জন সুস্থ হলেও জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৪৪৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ১৪০ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্ত ১ হাজার ৬৭৩ জনের মধ্যে সদর উপজেলায় ৫৯৪ জন, কাশিয়ানী উপজেলায় ২৭৪ জন, মুকসুদপুর উপজেলায় ২৭৪ জন, কোটালীপাড়া উপজেলায় ২৭১ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ২৬০ জন রয়েছেন।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত